ভোরের আকাশ
- মঈন মুরসালিন ২৭-০৪-২০২৪

ভোরের আকাশ কাজল রেখা
দূর করে দেয় দূর
ভোরের আকাশ মিনার ফুঁড়ে
আনে মধুর সুর।

ভোরের আকাশ হিমেল বাতাস
পাখির কণ্ঠে গান
ভোরের আকাশ স্মরণ করায়
মহান প্রভুর দান।

ভোরের আকাশ সৃষ্টি ছোঁয়া
দৃষ্টিকাড়া ক্ষণ
ভোরের আকাশ কাছে টানে
হাস্নাহেনার বন।

ভোরের আকাশ আলোয়ভরা
ভালো কাজের পণ
ভোরের আকাশ আমায় শেখায়
পরের সেবায় মন।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।